লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি কি জেনে নিন। - Jano 420

সর্বশেষ লিখিত

Jano 420

শিক্ষার উন্নতির জন্যই আসুন

Post Top Ad

Responsive Ads Here
100

Saturday, November 9, 2019

লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি কি জেনে নিন।

লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা সমূহঃ
১) উচ্চ শক্তির ঘনত্ব যা উচ্চ ধারন ক্ষমতাসম্পন্ন বিভব সৃষ্টি করে থাকে।
২) প্রথমিক অবস্থায় দীর্ঘ সময় কোনো চার্জের প্রয়োজন পড়ে না। নিয়মিতভাবে চার্জ দিলেই চলে।
৩) অব্যবহৃত অবস্থায় খুবই ধীরগতিতে চার্জ হারায়।
৪) কোনোরুপ অতিরিক্ত রক্ষনাবেক্ষন খরচের প্রয়োজন পড়ে না।
৫) বিশষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ব্যাটারি যার সাহায্যে উচ্চ শক্তির বিদ্যুৎ উৎপাদন করা অতি সহজ।


লিথিয়াম আয়ন ব্যাটারির অসুবিধা গুলো হলোঃ
১) এ ব্যাটারির কারেন্ট ও ভোল্টেজকে নিরাপদ সীমার মধ্যে রাখতে সুরক্ষা সার্কিটের প্রয়োজন হয়।
২) ব্যাটারি ব্যবহার না করলেও এর আয়ুষ্কাল ধীরে ধীরে কমে যায়।
৩) উৎপাদন খরচ লেড স্টোরেজ ব্যাটারির তুলনায় প্রায় ৪০% অধিক।
৪) তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্যের স্বতস্ফূর্ত পরিবর্তন ঘটে।
৫) বিপুল পরিমান ব্যাটারি আমদানির ক্ষেত্রে পরিবহনে সরকারি বাধা বা নিষেধাজ্ঞা থাকে।


এগুলো হলো লিথিয়াম আয়ন ব্যাটারির মোটামোটি সুবিধা ও অসুবিধা গুলো ।আমাদের jano420 সাইটের পোষ্টগুলো শেয়ার করে রাখতে পারেন। পরবর্তিতে কাজে আসতে পারে। Read More Tips.....

ছবি গ্যালারি:

Click to know about handheld label applicator

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here