পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen in Water DO) - Jano 420

সর্বশেষ লিখিত

Jano 420

শিক্ষার উন্নতির জন্যই আসুন

Post Top Ad

Responsive Ads Here
100

Saturday, November 23, 2019

পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen in Water DO)

পানিতে দ্রবীভূত অক্সিজেনই DO নামে পরিচিত। পানির গুনমান নির্ণয়ের ক্ষেত্রে দ্রবীভূত অক্সিজেন (DO) একটি উৎকৃষ্ট প্যারামিটার। দ্রবীভূত অক্সিজেনের মাধ্যমে পানির বিশুদ্ধতা সম্পর্কে ধারনা লাভ করা যায়। পানিতে বিভিন্ন অনুজীব,জলজ প্রানী, জলজ উদ্ভিদের জীবন ধারনের জন্য যে পরিমান অক্সিজেনের প্রয়োজন ঐ পরিমান অক্সিজেন পানিতে দ্রবীভূত থাকা একান্ত জরুরি।

জলজ প্রানী,উদ্ভিদ বা অনুজীবের বেঁচে থাকার জন্য দ্রবীভূত অক্সিজেনের পরিমান 4-6 ppm. এর কম হলে এদের বেঁচে থাকা খুবই কঠিন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমান 2.5 ppm এর কম হলে ঐ পানি দূষিত পানি। সাধারনত উইল্কলার (Windler) আয়োডোমিতিক পদ্ধতি অনুসরন করে পরিমাপ করা হয়।


ছবি গ্যালারি:


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here