উচ্চমাধ্যমিক রসায়ন ২য় পত্র (জৈব যৌগ), 4th লেকচার - Jano 420

সর্বশেষ লিখিত

Jano 420

শিক্ষার উন্নতির জন্যই আসুন

Post Top Ad

Responsive Ads Here
100

Monday, October 21, 2019

উচ্চমাধ্যমিক রসায়ন ২য় পত্র (জৈব যৌগ), 4th লেকচার

অ্যালকেন প্রস্তুতি
জৈব যৌগ



বি:দ্র:
বিষয়টির উপর পুরোপুরি জানতে আগে অ্যালকেন প্রস্তুতির আগের তিনটি লেকচার দেখে আসুন, তাহলে অ্যালকেন প্রস্তুতির বিষয়ে Complete ধারনা পাবেন।


পদ্ধতি:৬
Decarboxylation Reaction:

Carboxylic এসিডের সোডিয়াম লবনকে সোডালাইম সহকারে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
বি:দ্র: 
এই বিক্রিয়ায় Carbon di oxide গ্যাস নিঃসৃত হয়।এজন্য এই বিক্রিয়াকে Decarboxylation Reaction বলা হয়।

Mother of Reaction:
R-COONa+NaOH---------->R-H+Na2CO3

Example:
Carboxylic Acid এর লবন প্রস্তুতির বিক্রিয়া:
CH3-COOH+NaOH-------->CH3-COONa+H2O
মূল বিক্রয়ার উদাহরন:
(১) CH3-CH2-COONa+NaOH-------->CH3-CH3+Na2CO3
(২) CH3-COONa+NaOH--------->CH4+Na2CO3

Note:
এই বিক্রিয়ায় একটি Carbon সংখ্যা হ্রাস পায়।

Chemistry Beautiful Picture:


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here